গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:২৪ পিএম
প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচিত প্রিয়াস মজুমদার হত্যা ও ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলো- সামিউল শেখ, মো. মোরশেদ ওরফে কামাল এবং শওকত আলী ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যা ও ডাকাতির ঘটনায় নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। এরপর ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মোরশেদ ওরফে কামাল নামে আরও একজনকে। শুক্রবার (১৪ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। ওইদিন রাতে গোপালগঞ্জ শহর থেকে শওকত আলী ভুঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। তাদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ১১ মার্চ কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পলের ছেলে প্রিয়াস মজুমদারকে হাত পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে কম্বল দিয়ে ঢেকে হত্যা করে এবং আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ওয়াটস) মো.সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু সালেহ, মো. আনসার উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।