চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নবজাতকের মৃত্যুর বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তার পিতা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিশুর পিতার দাবি ওয়ার্ডবয়কে ২০০ টাকা বখশিশ না দেওয়ায় শিশুটির অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে শিশুটির মৃত্যু হয়েছে।
৯ দিন বয়সী ওই নবজাতককে ছয়দিন আগে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালি থেকে চট্টগ্রাম মেডিকেল আনা হয়। ৯ মার্চ থেকে শিশুটি চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
শিশুটির পিতা বেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আইসিইউতে বাচ্চার সঙ্গে তার মা ও খালা ছিল। সকালে তাদের বাইরে অপেক্ষা করতে বলা হয়। তখন আমার ছেলে সুস্থ ছিল। তার অক্সিকেন লাইনের পানি শেষ হয়ে যায়। আমরা নতুন পানি দিতে বলি। তারা বলে তারা দিবে। কিন্তু দেড় ঘণ্টা পর যখন আমরা ভেতরে ঢুকি তখনো পানি পরিবর্তন করা হয়নি। তখন আমার ছেলে মারা গেছে। এর পরে গিয়ে তারা পানি দেয়।
তিনি বলেন, পানি শেষ হয়ে গেলে নতুন পানি দিতে বললেই ওয়ার্ড বয়রা বলে ২০০ টাকা বখশিস দিতে হবে নাহলে পানি দিবেনা। আগের রাতে অক্সিজেন লাইন খুলে যায়। সেটা ঠিক করে দিতে বললেও তারা ২০০ টাকা চায়। আমি একজন দিনমজুর মানুষ এভাবে কত টাকা দিব। ঠিকঠাক টাকা দিতে না পারায় তারা অবহেলা করে আমার ছেলেটাকে মেরে ফেললো।
বেলাল উদ্দিন তিন সন্তানের জনক। এই প্রতিবেদন লেখার সময় তিনি গ্রামে ছেলের দাফনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, 'আমি একটু আগে ঘটনাটি জেনেছি। বিভাগীয় প্রধানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। অভিযুক্ত ওয়ার্ডবয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’