রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:০৭ পিএম
প্রবা ফটো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদের মোড়ে ৫ কেজি হোরোইনসহ দুই বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোসা. নাজমা (৫৩) ও মোসা. তাহমিনা বেগম মিনু (৫৫) ।
নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী এবং তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
পুলিশের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পুলিশ শনিবার ভোর ৬ টার দিকে গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় সংলগ্ন রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমা ও তাহমিনা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটকে তল্লাশি করে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।