× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশি পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে বিক্রি করায় জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:০৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৯:১৪ পিএম

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় তোলা ছবি। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় তোলা ছবি। প্রবা ফটো

দেশে তৈরি পাঞ্জাবিতে ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

একই দিন অভিযান চালিয়ে পরিস্থান নামে আরেকটি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান। 

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ’র নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে ওই বাজারে অবস্থিত ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’-এ বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মুল্যে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। ইন্ডিয়ান বলে পাঞ্জাবি বিক্রি করলেও দেশি বিদেশি কোনো রকম ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। ক্রেতার সাথে এমন প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে একই বাজারে অবস্থিত ‘পরিস্থান’ নামের পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটিতেও  বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মুল্যে বিক্রি করছেন। দামি এবং বিদেশি বলে যে সমস্ত পণ্য বিক্রি করছেন তার ক্রয় ভাউচারও দেখাতে পারেননি। এছাড়া ক্রয় ভাউচারের সাথে বিক্রয় মূল্য অনেক বেশি রাখছেন। পরে এসকল কারচুপি মূলক কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং মেয়াদবিহীন দধির মধ্যে ক্ষতিকর ময়লা আবর্জনা থাকায় পুরবী ফুডস এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা