নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:০৫ পিএম
ফােইল ফটো
নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দেওয়ায় বিধবাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১১ টার দিকে তমরুদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে বিকালে অভিযুক্তদের বিরুদ্ধে হাতিয়া থানায় অভিযোগ দেন তিনি।
অভিযুক্তরা হলেন, হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের মো. রমজান আলি মিয়া, কামাল উদ্দিন ও নাজমা বেগম। ভুক্তভোগী বিধবা ওই মহিলা একই গ্রামের বাসিন্দা। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগীর ছেলের বউ লাকী বেগম বলেন, ‘আমার মা মানুষের কাছ হাত পেতে চলেন। আমরা অসহায় পরিবার। বিকালে ফুটবল খেলা নিয়ে আমার ছেলে ফাহিমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তারা আমার মাকে রড দিয়ে মারধর ও শ্লীলতাহানি করেন। তারা আমার সন্তানকেও মারধর করেন। আমাদের হত্যার হুমকিও দেয়। পরে আমার মা থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার কারণে রাত ১১টার দিকে জানালা দিয়ে আমার মাকে কুপিয়ে জখম করেন। বর্তমানে আমার মা হাসপাতালে ভর্তি আছেন।’
স্থানীয় বাসিন্দারা জানান, বিধবা মহিলা বাজারে হাত পেতে চলেন। তারা হতদরিদ্র ও অসহায়। মহিলার সঙ্গে যা হয়েছে, অন্যায় হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ দিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বিধবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। রাতে আবার কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তারপর পুলিশ সদস্যরা গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।