× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণচেষ্টা

দুই লাখ টাকায় ‘মীমাংসা’, বিক্ষোভের মুখে গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় মাদ্রাসাপড়ুয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. হাবিবুর রহমান বরিশাল সদর থানার কোকাইনগর ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় নিজ বাড়িতে বসবাস করে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসী জানান, গত বুধবার বিকাল ৩টায় ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হাবিবুর। এ সময় শিশুটির ডাক চিৎকার করলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। রাতে জ্বর এলে শিশুটির মা ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছতে গেলে স্পর্শকাতর স্থানে দাগ দেখতে পান। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। পরে শিশুটির বাবা-মা বাড়িওয়ালা সাইদুর রহমানকে ঘটনাটি জানালে সে অভিযুক্ত হাবিবুর রহমানকে তার বাসায় ডেকে নেয়। সাইদুর রহমান ও কানা জাকিরসহ কয়েকজন মিলে ‘ধর্ষণ চেষ্টার ক্ষতিপূরণ’ হিসেবে ২ লাখ টাকা শিশুটির পরিবারকে দেওয়ার আশ্বাস দেয়।

রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সাইদুরের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে বাড়িটি ঘিরে রাখে। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সাইদুরের বাড়িতে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই বাসা থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা বলেন, ‘আমি এখানে ভাড়া থাকি এবং একটি পোশাক কারখানায় কাজ করি। স্থানীয় বাড়িওয়ালা সাইদুর ও কানা জাকিরসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে বিষয়টি চেপে যেতে বলেন। এ বিষয়ে আমরা কোনো মামলা মোকদ্দমা করলে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হবে বলে হুমকি প্রদান করেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই।’

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার ও মিমাংসার চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামের এক মুদি দোকানিকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা