নীলফামারী সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৮:৫৮ পিএম
আটক আবু বক্কর। প্রবা ফটো
মাগুরার আছিয়ার মৃত্যুর শোক কাটতে না কাটতে নীলফামারীর পলাশবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসীরা জানান, ধর্ষণের শিকার শিশুটি দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার বাবা আপন থাকেন পঞ্চগড়ে আর মা আকলিমা থাকেন সৌদি আরবে। শুক্রবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশি ভ্যানচালক আবু বক্কর নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। সন্ধ্যার পর শিশুটি ব্যথায় ছটফট করলে তার নানি ব্যথার কারণ জানতে চাইলে ঘটনাটি খুলে বলে সে।
ঘটনাটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাতেই ধর্ষক আবু বক্করকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। রাতে শিশুটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুর রহিম জানান, গভীর রাতে শিশুটিকে গাইনি বিভাগে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
ওসি এম আর সাঈদ জানান, ধর্ষণের অভিযাগে শুক্রবার রাতে আবু বক্কর নামের এক ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।