× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ পথে অনুপ্রবেশের সময় ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৮:২২ পিএম

অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় পন্যসহ আটক তিন নারী। প্রবা ফটো

অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় পন্যসহ আটক তিন নারী। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় পণ্যসহ তিন জন নারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (১৫ মার্চ) প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৪ই মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ  বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের  শৈলখালী গ্রামে অভিযান চালিয়ে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩ জন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিকস জব্দ করা হয়। 

আটককৃতদের মধ্যে শাহনেওয়াজ বেগম ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন, রোজিনা খান ও জুলি ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানান। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা