× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী নির্যাতনের বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৭:৩১ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৭:৩৭ পিএম

ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের ফটকে সুশাসনের জন্য নাগরিক(সুজন), রাঙামাটি জেলা কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগমের সভাপতিত্বে সুজনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, সুজনের সদস্য ইন্দ্র দত্ত, সদস্য ইসম আরা বেবী, মিনারা বেগম, মহিলা পরিষদের সদস্য সাহেদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এসময় বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগম বলেন, ‘আমরা বার বার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না, বেশির ভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা বোনেরা ঘরে বাইরে, রাস্তা ঘাটে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে যেভাবে ধর্ষণকারীকে  শাস্তি দেওয়া হতো সেভাবে আমাদের দেশেও যদি ধর্ষককে  সেভাবে শাস্তির আওতায় আনা হতো  তাহলে আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেতো না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের  নারী সমাজ পিছিয়ে যাবে,  এগ্রিয়ে যেতে পারবে না।’

এছাড়া মানববন্ধনে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, প্রতিটি নির্যাতনের যথোপযুক্ত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা