× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকশ্রমিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৭:১৫ পিএম

গাজীপুরে পোশাক শ্রমিক রেজাউল করিম হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রবা ফটো।

গাজীপুরে পোশাক শ্রমিক রেজাউল করিম হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রবা ফটো।

‘তোমার জন্য রাতের খাবার রান্না করে রেখে আসছি। বাহিরে বেশি রাত কইরো না। বাসায় গিয়ে খেয়ে নিও।’ স্বামীকে এ কথা বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার বড় বোনকে দেখতে চলে যায় স্ত্রী হালিমা আক্তার। ময়মনসিংহ থেকে ফেরার পথে রাত ৮টার দিকে স্বামী তাকে ফোন করে বলে তুমি আসলে একসাথে খাওয়া-দাওয়া করবো। এটাই স্বামী-স্ত্রীর মধ্যে শেষ কথা হয়। রাত সাড়ে ৯টার দিকে বাসায় পৌছে স্বামীর মুঠোফোনে কল দিলে বন্ধ পান স্ত্রী।নিখোঁজ হন স্বামী। মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধিকে পোশাক শ্রমিক রেজাউল করিমের স্ত্রী হালিমা আক্তার এসব কথা বলেন।

নিখোঁজের ১০ দিন পর রবিবার (৯ মার্চ) শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী খালের উত্তর পাশে কলা গাছের ঝোপের ভিতর থেকে স্বামী রেজাউল করিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পোশাক শ্রমিক রেজাউল করিম কারখানা ছুটির পর বাসায় যায়। ইফতারির পূর্বে স্ত্রীকে বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় রেজাউল। ওইদিন রাত ৮টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক রেজাউল করিম হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

গ্রেপ্তার করা আসামিরা হলো, শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, উজিলাব এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে পাগলা মামুন, নেত্রকোনা জেলা সদর উপজেলার টেঙ্গা গ্রামের মৃত আলী ওসমানের ছেলে জুলহাস। 

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর থানা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ভিকটিম রেজাউল করিম নেত্রকোনা জেলা সদর উপজেলার টাকরোনা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি গিলারচালা এলাকার এইচপি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতো। সে গাজীপুর সদর উপজেলার গিলারচালা এলাকার (মেঘনা গেইট সংলগ্ন) রুহুল আমীন তালুকদারের বাড়ীতে স্ত্রী হালিমা আক্তার এবং মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে ওই পোশাক কারখানায় চাকরি করতো।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সূজন কুমার পন্ডিত বলেন, ‘রবিবার (৯ মার্চ) শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী খালের উত্তর পাশে কলা গাছের ঝোপের ভেতর থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদেরকে আসামি করে হত্যা মামলা করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিম রেজাউল করিমের পরিচয় শনাক্ত করে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা আসামিরা অপরাধচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে।’

গ্রেপ্তার করা অভিযুক্ত আসামিরা জানান, ভিকটিম রেজাউল করিম রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় তাকে আটক করে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে আসামিরা। সে টাকা দিতে রাজি না হলে আসামিরা তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে লাশ গড়গড়িয়া মাষ্টারবাড়ী খালের উত্তর পাশে কলা গাছের ঝোপের ভিতর ফেলে পালিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা