রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৫:৫২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৫:৫৯ পিএম
রাজশাহী রেলস্টেশনে পদ্মা এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষে পদ্মা টেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রবা ফটো
রাজশাহী রেলস্টেশনের ওয়াস পয়েন্টের সামনে পদ্মা এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষে পদ্মা টেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
তবে ট্রেনটি ফাঁকা থাকায় এতে কেউ হতাহত হয়নি। রাজশাহী স্টেশন ম্যনেজার শহিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে ওয়াসফিডে থেকে একটি ট্রেন বের হচ্ছিল। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শবর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। মূলত পয়েন্টসমানের ভুলের কারণেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন রেল কর্মকর্তারা।
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। উদ্ধারকারী ট্রেনটি আসলে পদ্মার তিনটি বগি উদ্ধার করা সম্ভব হবে। তবে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারে আরও বেশি সময় লাগবে। ৬ নম্বর এই লাইনটিতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটের ট্রেন চলাচল করে।
স্টেশন ম্যানেজার আরও জানান, ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউটলাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।