হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৫:১৮ পিএম
হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ। প্রবা ফটো
হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে অভ্যন্তীরণ সকল কার্যক্রমসহ স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, হোলি উৎসব উপলক্ষে আজ শনিবার সকাল থেকে ভারতের ব্যবসায়ীরা এদেশে কোন প্রকার পণ্য রপ্তানি করবেন না। তারা আমাদের চিঠি দ্বারা বিষয়টি জানিয়েছেন। তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।