লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন (২৬) নামের যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় যুবক জাকির হোসেনকে চরমোহনা গ্রাম থেকে আটক করা হয়। জাকির হোসেন চরমোহনা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দিনমজুর মনির আহাম্মদের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের এ ঘটনা ঘটে।
পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় আছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়।।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙার ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।