× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নলকূপে নেই কাঙ্ক্ষিত পানি উপকারভোগীদের ক্ষোভ

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৩:২৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৩:৩১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাবমারসিবল পাম্প স্থাপনেও কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না উপকারভোগীরা। বর্তমানে এ উপজেলায় সাবমারসিবল পাম্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবহার করছে এসিআই কোম্পানির সাবমারসিবল মোটর। এক হর্সপাওয়ার এ মোটরে ০.৭৫ কিলোওয়ার্ড ক্ষমতাসম্পন্ন হওয়ার পরও নেই পানির ফোর্স বা গতি। একই সঙ্গে নতুন স্থাপিত এই পাম্পগুলোর পানিতে রয়েছে গন্ধ। পাম্প স্থাপনের সময় সিডিউলে ভেন্টানাইট পাউডার ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে কাঁচা গোবর ব্যবহার করছে বলে অভিযোগ।

উপকারভোগীদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারসাজি এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাফিলতিতে নিম্নমানের মোটর ও অন্যান্য সামগ্রী ব্যবহারের কারণে এমনটি ঘটছে। আর এসব দেখভাল করার দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা সবকিছু জেনেও নিশ্চুপ। এ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে ১৩২টি সাবমারসিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। ২০ জানুয়ারি থেকে সাবমারসিবল স্থাপনের কাজ শুরু হয়। 

উপজেলায় সাবমারসিবল যুক্ত গভীর নলকূপ স্থাপনে কাজ করছে সাদিয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি একটি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে তাদের ব্যবস্থাপক সুমন হোসেন জানান, এই মোটরের পানির ফোর্স এমনই হবে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী জেসমিন আরা বলেন, শুষ্ক মৌসুমে পানির লেয়ার নেমে যাওয়ায় এমনটি হতে পারে। দেখবেন এই কলেই বর্ষা মৌসুমে প্রচুর পানি উঠবে। 

ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন বলেন, সেখানে কী সমস্যা হচ্ছে সেটি দেখার জন্য বলে দিচ্ছি। প্রয়োজনে সবগুলো পাম্পের মোটর পরিবর্তন করে দিতে বলব। ইতোমধ্যে যেগুলো লাগানো হয়েছে সেগুলো ঠিক না করে দেওয়া পর্যন্ত পরবর্তী সব কাজ বন্ধ থাকবে বলেও জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, নতুন স্থাপিত সাবমারসিবল পাম্পে পানি কম ওঠার ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ ঠিকাদারকে ডেকে জেনে দেখি। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা