কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:৪৬ পিএম
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি সিএনজি কালিয়াকৈর নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধসহ তিন জন নিহত হন। গুরুতর আহত হন এক যাত্রী। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. যোবায়ের জানান, ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।