চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ০০:৪৪ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১১:১০ এএম
প্রতীকী ছবি
ফেনীর দাগনভূঞার যুবদল নেতা বেলাল হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে র্যাব এ দুই আসামিকে গ্রেপ্তার করে।
শুক্রবার (১৪ মার্চ) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ দুজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আলোচিত ও চাঞ্চল্যকর যুবদল নেতা বেলাল হত্যা মামলার এজাহারনামীয় আসামি খুরশিদ আলমকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও শামসুদ্দিনকে বুধবার চট্টগ্রাম হালিশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
বেলাল হোসেন দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। ২৩ ফেব্রুয়ারি নিজ বাড়ির সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে দাগনভূঞা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে ফেনীর দাগনভূঞা থানায় চারজনকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন।