× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় গাড়ি খাদে, হাইওয়ে পুলিশ সদস্য নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৮:৩১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ২০:১৫ পিএম

পুলিশ কনস্টেবল নাজমুল হাসান। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল নাজমুল হাসান। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম নাজমুল হাসান। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকার বাসিন্দা। তিনি হাইওয়ে পুলিশের চকরিয়া মালুমঘাট ফাঁড়ির কনস্টেবল ছিলেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউদ্দিন, কনস্টেবল নুরুল আলম, অলি আহমদ ও শারফুল ইসলাম। এদের মধ্যে জিয়াউদ্দিন ছাড়া অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুরে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির একটি জিপগাড়ি পুলিশ সদস্যদের নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। একপর্যায়ে গাড়িটি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় পৌঁছালে চলাচলরত অন্য যানবাহনকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য নাজমুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা