× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি

মধ্যাঞ্চল অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৭:৫৯ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর অবৈধ দখল মুক্তকরণ, দূষণরোধ, পানির প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে ও নরসুন্দা নদীর উৎসমুখ কাউনার বাঁধ খুলে দেওয়াসহ জেলার ছোটবড় ৪৩টি নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও পথসভায় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, পরিবেশকর্মী একেএম আব্দুল কাদির হিরু, সিপিবি নেতা আব্দুর রহমান, নারীনেত্রী চন্দ্রা সরকার ও কামরুন্নাহার।

মানববন্ধনে জেলার গুরুত্বপূর্ণ নরসুন্দা নদীর জায়গা দখল মুক্তকরণ, দূষণরোধ, পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীটির উৎসমুখ হোসেনপুর উপজেলার কাউনার বাঁধটি খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও জেলার সকল নদ-নদীর পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা