× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৭:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে উপজেলার কাঁচপুর পুরান বাজার ও রায়েরটেক গ্রামের রংপুর গলিতে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত মুনসুর আলী রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুরের পুরান বাজার রায়েরটেক এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির মা-বাবা গার্মেন্টসে চাকরি করার কারণে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান।

বৃহস্পতিবার বিকালে ৩টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলার সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এ সময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান। পরবর্তীতে শিশুর বাবা-মা বাসায় ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। এক পর্যায়ে এলাকাবাসী রাত ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, বাচ্চার বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি বাচ্চা জানিয়েছে। পরে পিতা-মাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিকালে বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। বাচ্চাটির পরিবারের কাছে তার ভাষ্য ছিল শয়তানে তাকে এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে। পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণধোলাই দিয়ে আমাদের কাছে সোর্পদ করেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করে স্থানীয়রা পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা