× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে মুখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাঙচুর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৬:৫৬ পিএম

মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরা থেকে। ছবি : সংগৃহীত

মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরা থেকে। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টায় উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো যুবকের ছবি ধরা পড়ে।

এ মন্দিরের সেবায়েত হারাধন চক্রবর্তী বলেন, আমি একটি পূজার জন্য বাহিরে ছিলাম। বিগত সময়ে এমন ঘটনা দেখিনি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি সিসিটিভি ফুটেজ দেখে যুবকটিকে শনাক্ত করতে পারিনি।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, সেবায়েত জানিয়েছেন সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সুকান্ত মজুমদার নামে এক হিন্দু নেতা বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে।

রায়পুর-রামগঞ্জের সার্কেল এসপি জামিলুল হক বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে শনাক্ত যুবককে দ্রুত আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনার পর রাতেই মন্দির পরিদর্শনে যান পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল করিম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব, বিএনপি নেতা নাজমুল ইসলাম মিটু, জিলানী এবং অন্য রাজনৈতিক দলের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা