বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৬:৪৩ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগামী ট্রাকের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের সঙ্গী জালাল মিয়া নামের আরও এক বৃদ্ধ আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী বাজার এলাকায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাকিয়ার মল্লিক। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের বাসিন্দা ছিলেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের বৃদ্ধ বাকিয়ার মল্লিক ও জালাল মিয়া নামে দুইজন কানখরদী বাসস্ট্যান্ড মসজিদ থেকে ফজরের নামাজ শেষে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাঝকান্দী -ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বোয়ালমারীগামী আলু বোঝাইকৃত (ঢাকা মেট্রো-ট ১৮-০২৪৯) দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাকিয়ার মল্লিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত জালাল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানান স্থানীয়রা।
দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি বোয়ালমারী কাঁচাবাজারের একটি আড়তে রেখে চালক ও সহযোগী পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে কাঁচামালের আড়ত থেকে জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, ‘মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদীতে আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় একজন নিহত এবং অপরজন আহত হয়েছেন। ট্রাকটিকে বোয়ালমারী বাজারের আলুর আড়ত থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’