কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৫:৪৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৭:৩৩ পিএম
হেতালবাড়িয়া খাল। প্রবা ফটো
দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হেতালবাড়িয়া খাল। ফলে বাঁধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে অনাবাদি থাকছে হাজারো কৃষকের জমি। দ্রুত খালটি খনন করে পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় কৃষকরা জানান, একসময় এই খালে পণ্যবাহী ট্রলারসহ ছোট-বড় নৌকা চলাচল করত। কৃষকরা শীত মৌসুমে খালের পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। কিন্তু দখল ও দূষণের ফলে খালটির অস্তিত্ব এখন হুমকির মুখে। রজপাড়া হেতালবাড়িয়া স্লুইজ সংলগ্ন প্রধান ফটকে পলি জমে বড় স্তূপ তৈরি হয়েছে, ফলে স্লুইজ গেট থেকে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।
জানা গেছে, খালের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালের অর্ধেক এখন মৃতপ্রায়। এতে সংযুক্ত পাঁচটি শাখা খালও পানি শূন্য হয়ে পড়েছে, যার ফলে রজপাড়া ও পশ্চিম বাদুরতলী গ্রামের কৃষকরা শীত মৌসুমে চাষাবাদ করতে পারছেন না। বর্ষাকালে বৃষ্টির পানি জমে ফসল নষ্ট হচ্ছে, কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, হেতালবাড়িয়ার খালটির দখল হওয়া অংশ উদ্ধারে উচ্ছেদ অভিযান এবং খননের বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হবে। খননের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।