গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৪:৩৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে তিন ঘণ্টা পর এই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ঈদুল ফিতরের বোনাসসহ ১৪ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, শুক্রবার সকাল ৯টার পর মহানগরীর তেলিপাড়া স্মাগ সোয়েটার নামক কারখানার দুই থেকে তিন শতাধিক শ্রমিক ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘বেশ কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।’