× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ বছরের শিশুকে ধর্ষণ, পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কাচাঁমাল ব্যবসায়ীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসীতে ওই শিশুর বাবা ও মাকে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বাড়ির মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে।

পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

অভিযুক্তের নাম ইব্রাহিম। তিনি সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার বাসিন্দা। তিনি তারাব পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়ির ভাড়াটিয়া। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রুপসীর ওই এলাকায় সাত বছরের ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম (৫৫) তার দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় এক নারী বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। শিশুটিও তার বাবা ও মাকে এ ঘটনা জানায়। পরে শিশুদের বাড়িওয়ালাসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে বিক্ষোভ করেন। এসময় উত্তেজনা সৃষ্টি হলে বাড়িওয়ালাসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে বের করে পালাতে সহযোগিতা করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের সাত বছর। আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আমি কাজ থেকে এসে শুনতে পারি আমার সাত বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ৫ হাজার টাকার দিবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশকয়েকবার ধর্ষণ করেছে। বলেছে যদি কাউকে এ কথা বলে তাহলে তাকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করে।’

রূপগঞ্জের উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনা সততা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা