× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলেন দুই জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১১:১২ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৫:৫৮ পিএম

সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা শুকুরুন নেছা। প্রবা ফটো

সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা শুকুরুন নেছা। প্রবা ফটো

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশে গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান গাজী।

উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেন না। তবে তিনি বলেন তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। বাড়ি খুলনায়। তার ছেলের নাম রফিকুল। এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী।

জেলে আলমগীর খাঁ বলেন, ‘সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে একজনকে বসে থাকতে দেখতে পাই। গিয়ে দেখি একজন বয়স্ক নারী। এখানে কীভাবে এলেন জানতে চাইলে কিছু বলতে পারেননি। তাই তাকে গাছ থেকে নামিয়ে আমাদের সঙ্গে বাড়ি নিয়ে আসি এবং চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানাই। বর্তমানে তিনি আমার বাড়িতে আছেন।’

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, ‘আমি শুনেছি দুজন জেলে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখেছেন।’

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে তিনি বড় বড় নদী পার হয়ে গহিন বনে কীভাবে গিয়েছেন, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা