রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ২১:৫০ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ২১:৫০ পিএম
ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো
রাজবাড়ীতে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ইটভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগরের মেহেদী মাহবুব হোসেনের মেসার্স এনসিবি ব্রিকসকে এক লাখ ও মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর ঈদগাহ রোডের মো. আরজু সরদারের আদর্শ ব্রিকসকে (এবিবি) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর রশীদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় জেলা ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সকাভেটর দিয়ে ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর রশীদ এবং পরিদর্শক মো. ইমরান হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।