বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ২১:৩৭ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ২২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, ‘ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে ৷ রমজান মাস শ্রেষ্ঠ মাস। এ মোবারক মাসে মহান আল্লাহ তা’য়ালা আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এ মাসে বরকতকে কাজে লাগিয়ে সকলকে আত্মগঠন ও তাক্বওয়া অর্জনে ব্রত হতে হবে। মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।’
বৃহস্পতিবার (১৩মার্চ) বিকালে বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম সভাপতিত্বে ও বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম ও পৌরসভার আমীর মাওলানা রেদোয়ান উল্লাহ ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পৌর সেক্রেটারি আব্দুল হাদি, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মুস্তাকুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক ফজলুর রহমান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করেন জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম।