চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ২০:১১ পিএম
প্রবা ফটো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়।
অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুমন মন্ডল অপু, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে। বাহারছড়ার ইলশা এলাকায় অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ) ইটভাটা চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।