বগুড়া অফিস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৯:৩০ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে।
অভিযুক্তের নাম মো. হাসান আলী। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু।
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম।
মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।