যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৯:২৫ পিএম
প্রবা ফটো
যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন তাওহীদ ও স্কোয়াড্রন লিডার মূসা দুজনই অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে যশোর বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রমতে, দুপুর ১২টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর GROB-120 মডেলের প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। নির্ধারিত প্রশিক্ষণ শেষে দুপুর ১২টা ৫৫ মিনিটে স্বাভাবিক অবতরণের সময়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। গাফিলতির কারণে এ ক্রাশ ল্যান্ডিং হয়ে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। পরে বিমান বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির সাথে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।