সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১৯:১২ পিএম
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু সাজ্জাদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের আগে শিশু সাজ্জাদের দাদা বদিয়াজ্জামান বসত-বাড়িতে কলা পাড়তে গাছ কেটে দিলে গাছটি সাজাদের গায়ের উপর পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে (সাজ্জাদকে) উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে দাড়িয়াপুর বাজারের অদূরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে এসআই আবু সাঈদ বলেন, ‘কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন নামে এক শিশু আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে মরদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।’
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’