× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৭:৩৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শ্যামলী পরিবহন ও এইচপি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তরাঞ্চলগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী এইচপি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ৪০ জন যাত্রী আহত হন। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান অভিযোগ করেন, তাদের বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিষেধ করা সত্ত্বেও চালক গতি কমাননি, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, এইচপি পরিবহনের যাত্রী মনির হোসেনও চালকের বেপরোয়া গতির অভিযোগ করেন। তিনি দাবি করেন, ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত উদ্ধার করে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনীও উদ্ধার কাজে সহায়তা করেছে। তবে দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা