শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৭:১৯ পিএম
এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে
গাজীপুরের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় ‘ভূত আতঙ্কে’ ১০-১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার বাঘের বাজার (শিরিরচালা) এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মৌসুমি (২২), আরিফা (১৯), নিপা (৩৫) ও তাছলিমা (২৭) স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও অসুস্থ শ্রমিকরা জানায়, কয়েকদিন ধরে কারখানায় ওয়াশরুমে জিন এবং ভূতের আনাগোনা করছে বলে গুজব ছড়ায়। এ নিয়ে কারখানার আতঙ্কিত শ্রমিকরা সকালে ওয়াশরুম পরিদর্শনে গেলে হঠাৎ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে পুরো কারখানায় হৈচৈ শুরু হয়।
ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শিহাব আহম্মেদ ইবনে জামান জানান, প্রাথমিকভাবে অসুস্থদের অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়েছে। তারা ভয়ের কারণে অসুস্থ হয়ে থাকতে পারেন। অথবা রোজার কারণে শরীরে দুর্বলতা তৈরি হয়েছিল।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ওয়াশরুমে ভূতের গুজবে সাত নারী শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য গার্মেন্টস ছুটি ঘোষণা করে। তবে তারা সাংবাদিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেননি এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ দাবি করছেন, গুজবের কারণে গণ-আতঙ্ক তৈরি হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে কারখানার শ্রমিকদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ নিয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।