× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি বরগুনায় গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৬:৪৫ পিএম

আসামি মালেক ফকির বরগুনা থেকে গ্রেপ্তার। প্রবা ফটো

আসামি মালেক ফকির বরগুনা থেকে গ্রেপ্তার। প্রবা ফটো

মোংলায় পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. মালেক ফকিরকে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে জেলা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে তাকে গ্রেপ্তার করে মোংলায় নিয়ে আসে পুলিশ।

আসামি মালেক মোংলা পৌর শহরের বাসিন্দা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়ক এলাকায় ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলা করছিল। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মো. মালেক ফকির তাকে বাসায় ডেকে  নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এর আগে মালেক ফকির দৌড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, পরে রবিবার (৯ মার্চ)  ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মামা শাহ আলম মোল্লা মালেকের বিরুদ্ধে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি মালেক ফকির আত্মগোপনে চলে যায়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার বিকালে বরগুনা জেলা সদরের ৭ নম্বরের ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে আসামি মালেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা