গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৪:৫৬ পিএম
গাজীপুরের ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ সদর দপ্তরের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম। প্রবা ফটো
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্টের আগে আমাদের কি অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর ভোগড়া বাইপাস মোঘরখাল এলাকায় অবস্থিত শিল্পাঞ্চল পুলিশ-২ এর কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় এসব বলেন তিনি।
আইজিপি বলেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য থাকবে না। কিছু সংখ্যক পুলিশের উচ্চাবিলাসী ও অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। আমাদের যেসব ভাই মারা গেছে শুধুমাত্র ওই সব সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে। এজন্য এই দায়ভার যিনি জীবন দিয়েছে তার নয়, যিনি অর্ডার দিয়েছেন তার। এজন্য তার অবশ্যই শাস্তি পেতে হবে। পাশাপাশি যিনি বাধ্য অর্ডার পালন করেছেন আমি বিশ্বাস করি আদালত হতে তিনি ন্যায়বিচার পাবেন।
শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে বাহারুল আলম বলেন, আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের প্রতিশ্রুতি দিতে চাই তাদের সব ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আছি এবং তাদের পক্ষে সব সময় রয়েছি।
শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, শ্রমিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা শিল্প কারখানায় ভাঙচুর করবেন না। কোনো গুজবে কান দেবেন না। ভাঙচুরের মাধ্যমে আপনার প্রিয় যেন প্রতিষ্ঠান ক্ষতি না হয় সেটি রক্ষা করবেন। আমরা দেখেছি গুজব ছড়ানোর কারণে ধ্বংসাত্নক কার্যকলাপে লিপ্ত হতে। যারা গুজবে কান দিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক অবরোধ ও ঈদ যাত্রা নিয়ে আইজিপি বলেন, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। রাস্তা আটকানোর ফলে লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয়। ঈদের উৎসব যাত্রায় কোন বিঘ্ন সৃষ্টি করবেন না। মানুষের চলাচলে সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ, এটা আইনেতে বলাই আছে। তবুও বারবার আইনটি আমরা স্মরণ করিয়ে দেই।এই ধরনের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেরই স্বার্থে আঘাত লেগেছে। বর্তমানে মানুষের জনজীবন সুন্দরভাবে চলে এটি চাইবে না। তারা চাইবে যেনো অস্থিতিশীল পরিবেশ থাকে। আমরা নিশ্চিতভাবে জানিনা কার এই কাজটি, করছে তবে একটি পক্ষ অবশ্যই রয়েছে। তাদেরকে প্রতিহত করাই পুলিশের কাজ। সারা বিশ্ব বলে বাংলাদেশ পুলিশ এতো নির্মম কেনো।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. ছিবগাত উল্লাহ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ইসরাইল হাওলাদার ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যসহ গাজীপুরে কর্মরত সাংবাদিকরা।