× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি নিয়ে মানববন্ধন

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৪:৪৭ পিএম

উপজেলা পুরনো ইউএনও ভবনের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ ব্যানার হাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। প্রবা ফটো

উপজেলা পুরনো ইউএনও ভবনের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ ব্যানার হাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। প্রবা ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে সারাদেশের মতো মহেশখালীতেও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহেশখালী পুরনো ইউএনও অফিস ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের বাইরে এসে মানববন্ধনে অংশ নেন। ফলে, কর্মসূচির সময় দুই ঘণ্টা নাগরিকদের এনআইডি সেবা বন্ধ ছিল। তবে সম্পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেনি কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা অত্যন্ত জরুরি। এনআইডি যদি ইসি থেকে আলাদা করা হয়, তাহলে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা ব্যাহত হতে পারে। এনআইডির জন্ম হয়েছে নির্বাচন কমিশনে, এটি এখানেই থাকা দরকার।’

ইসির মাঠ পর্যায়ের এ কর্মকর্তা আরও বলেন- যদি এনআইডি অন্য সংস্থার অধীনে চলে যায়, তাহলে ভোটার তালিকা তৈরিতে জটিলতা সৃষ্টি হতে পারে। একইসঙ্গে, নাগরিকদের এনআইডি সংশোধন, হারানো এনআইডি পুনরুদ্ধার এবং অন্যান্য সেবাগুলোতে দেরি হতে পারে। যদি সরকার এনআইডি কার্যক্রম অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে নিতে চায়, তাহলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।

গত বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এক সংবাদ সম্মেলনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, এনআইডি কার্যক্রমকে নির্বাচন কমিশনের অধীনেই রাখা এবং এটি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রস্তাবের বিরোধিতা করা।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এনআইডি ও ভোটার তালিকা পরস্পর সম্পৃক্ত।

মানববন্ধনে শুধু নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই নয়, সাধারণ নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত অনেক নাগরিক বলেন, 'নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে। নতুন করে এটি অন্য কোনো সংস্থার হাতে তুলে দিলে জনসাধারণের হয়রানি বাড়বে। মানববন্ধন শেষে কর্মকর্তারা কর্মস্থলে ফিরে যান এবং পুনরায় এনআইডি সেবা কার্যক্রম শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা