চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১২:৪৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১২:৪৭ পিএম
বাঁ থেকে নিহত উম্মে হাবিবা রিজভী, তার ভাই ওয়াকার উদ্দিন আদিল ও অটোচালক রুহুল আমিন। ছবি কোলাজ : প্রবা
চট্টগ্রামের দোহাজারীতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দোহাজারী পৌরসভার জামিরজুরী গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দিন আদিল (১৩), নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) এবং রিকশাচালক রুহুল আমিন (৪৫)। ওয়াকার উদ্দীন আদিল ও উম্মে হাবিবা রিজভী সম্পর্কে ভাই-বোন। আহত শিক্ষার্থী হলেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা যোগে স্কুলে যাচ্ছিল আদিল, রিজভী ও তুশিন। তাদের অটোরিকশাটি দোহাজারী বাজারে পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামমুখী একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক রুহুল আমিন ও আদিল নিহত হয়। আর গুরুতর আহত অবস্থায় রিজভী ও তুশিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রিজভীর মৃত্যু হয়।
ওসি সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। পরে প্রশাসনের আশ্বাসে যানচল শুরু হয়েছে।