× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজা না রাখায় কান ধরিয়ে উঠবস : ক্ষমা চাইলেন বণিক সমিতির সেই নেতা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১১:১২ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১২:০৪ পিএম

রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন

রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন

লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা কয়েকজনকে কান ধরে উঠবস করাতে বাধ্য করেন। যার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশের হস্তক্ষেপে রাতে সদর থানায় এক ভিডিও বার্তায় দুই ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ক্ষমা চান বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজ। তবে ভাইরাল হওয়া লাল চুল ও দাঁড়িওয়ালা বৃদ্ধকে সেখানে দেখা যায়নি।

আজিজ ভিডিও বার্তায় স্বীকার করেন, তার কাজটি অন্যায় ও অপরাধ ছিল। তিনি বলেন, ‘আমি এ ধরনের কাজের পুনরাবৃত্তি করব না।’

স্থানীয়রা জানান, দুপুরে থানা রোড এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের মালিকানাধীন কয়েকটি খাবার হোটেলেও তিনি অভিযান চালান। তিনি রোজা না রাখা কয়েকজন বৃদ্ধ ও যুবককে শাস্তি দেন। ঘটনাটির কয়েক খণ্ড ভিডিও সমাজমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনা। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এরপর রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতির নেতা তাদের শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তারা আইনি ব্যবস্থা নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি। এ ছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। এতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে লাল দাঁড়িওয়ালা বৃদ্ধসহ অন্য ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা