× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ২১:২৪ পিএম

নিহত চেয়ারম্যানের জানাজায় স্থানীয় এমপিসহ অন্যরা।

নিহত চেয়ারম্যানের জানাজায় স্থানীয় এমপিসহ অন্যরা।

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার (৩ ডিসেম্বর) বিকেল শান্তিপুর বাজারে জাফরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

রবিবার বিকেলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে নিহত চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিহতের নিজ বাড়িতে রাতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। 

নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ‘শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুই পক্ষ বৈঠক করে। এতে কোনো সমঝোতা না হওয়ায় বৈঠক থেকে উঠে যায় প্রতিপক্ষ ফিরোজের লোকজন। তারা আগে থেকেই চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করেছিল। খবরটি জানার সাথে সাথে চেয়ারম্যানকে সেটি জানাই এবং কবির মেম্বার, গ্রাম পুলিশ নির্মলকে বিষয়টা অবগত করি যেনো চেয়ারম্যান একা একা বাড়িতে না আসে। পরদিন শনিবার একটি খবর আসে চাদপুর থেকে কয়েকজন আসছে দেখা করবে। পরে চেয়ারম্যানসহ আরও কয়েকজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছার পর ৪ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাকে লক্ষ্য করে প্রথমে একটি গুলি করে। পরে তারা আরও ছয়টি গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি স্বামী হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। জানান, হত্যার ঘটনায় তিনি একটি হত্যা মামলা করবেন। 

জানাজা শুরুর আগে নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘চেয়ারম্যান জাফর ইকবাল মানিক খুব ভালো মানুষ ছিলেন। তার হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। তিনি বলেন, ‘এ ঘটনায় রোববার পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা