× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

ফেনী প্রতি‌নি‌ধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ২২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীতে দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার (১২ মার্চ) উৎসবমুখর প‌রি‌বে‌শে শেষ হয়েছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শিল্পকলা একাডেমীতে ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রহমত, বরকত, নাজাত ও মাগফেরাতের পয়গাম নিয়ে শুরু হওয়া মহিমান্বিত রমজান উপলক্ষ্যে তৃতীয়বারের মতো এ আয়োজন করে দৈনিক ফেনীর সময়।

প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফয়েজ উল্যাহ, গ্লোবাল ওয়েল লুব্রিকেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আ.জ.ম সালেহ অর্পণ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল কাইয়ুম সোহাগ। 

দৈনিক ফেনীর সময়ের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উম্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে অনুর্ধ্ব ৫ম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, ৯ম থেকে একাদশ পর্যন্ত গ গ্রুপ, উম্মুক্ত ঘ গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৫৪ জনকে ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ৫ শতাধিক প্রতিযোগির মধ্যে বাছাইপর্বে উত্তীর্ণ ১৪৯ জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়ে গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা