× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ২১:৫৬ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ২১:৫৮ পিএম

প্রতীকী

প্রতীকী

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় সাইফুল ইসলাম, নারায়ণ চন্দ্র বিশ্বাস, ও সাবা নামে তিনজনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ৯ টার দিকে ছয়সূতি ইউনিয়নের খালিশা এলাকার একটি পোল্ট্রি ও এগ্রো ফার্মে, বুধবার সকাল ৮ টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার পশ্চিম গাইলকাটা এলাকায় ও মঙ্গলবার রাতে জেলা শহরের গাইটাল মুরাদ পেট্রোল পাম্প এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।

নিহত সাবা কুলিয়ারচর পৌর এলাকার পশ্চিম গাইলকাটা মহল্লার মো. কামরুল ইসলামের মেয়ে। নিহত সাইফুল ইসলাম (৫০) খালিশা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। এবং নিহত নারায়ণ চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকার গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে পোল্ট্রি এন্ড এগ্রো ফার্মের পুকুরের পানি সেচের কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে সাইফুল পুকুরের পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সুজন ও ফাইজ উদ্দিন নামে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আর আহত দুজনের মধ্যে একজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে সাবা শিশুটি মায়ের অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পিছনে একটি জলাশয়ের (ডুবা) পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পরে ভেসে উঠার পর দেখতে পেয়ে তার মা প্রথমে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন নারায়ণ চন্দ্র। এ সময় ঘাতক একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা