× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় অভিবাসন সংলাপ অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ২০:১২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় প্রবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

কক্সবাজারের পেকুয়ায় প্রবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ) দুপুর ২টায় পেকুয়া উপজেলা হল রুমে ‘প্রবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

এ সংলাপে পেকুয়া উপজেলার সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন। সংলাপের শুরুতে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী সংস্থার আগামী কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি পেকুয়া উপজেলার প্রবাসীদের বিভিন্ন ধরনের তথ্য ও সহায়তা দেওয়ার পাশাপাশি পাসপোর্ট করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং, ফি প্রদান, অতিরিক্ত ফি বন্ধ করা, অযৌক্তিক প্রশ্ন ও প্রক্রিয়ায় নানারকমের হয়রানি দূর করা, কর্ম দক্ষতা বৃদ্ধি করা, তথ্য ও দলিলপত্র সংগ্রহ-সংরক্ষণে জোর দেওয়া, বৈধ উপায়ে বিদেশ গমনে উৎসাহিত করা, বিদেশকালে প্রয়োজনীয় আচার-ব্যবহার ও নিয়ম-কানুনের বেসিক প্রশিক্ষণের মাধ্যমে অধিকার সচেতন করা, গ্রামের স্থানীয় মধ্যস্থতাকারী ও বৈধ এজেন্ট সম্পর্কে সম্যক ধারণা দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দূর্জয় বিশ্বাস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, ফিল্মস ফর ফাউন্ডেশনের প্রোজেক্ট কোর্ডিনেটর মারিয়াম প্রমা, অভিযোগ ব্যবস্থাপনা কমিটির মোহাম্মদ কমর উদ্দিন, অভিযোগ ব্যবস্থাপনার সদস্য আরজু আরা খুকি।

বক্তারা বলেন, পেকুয়া উপজেলার প্রায় ১০ হাজার প্রবাসী রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বাংলাদেশের অ্যাম্বাসিগুলোতে আরও বেশি জনবল নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। প্রবাসীদের বিভিন্ন ধরনের প্রতারণার প্রাথমিক সুরক্ষা হিসেবে ইউনিয়ন পরিষদের সালিশের মাধ্যমে সুরাহার যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে ইতিবাচক বলে মত দেন।

অনুষ্ঠানে দুইজন ভুক্তভোগী ভিসা নিতে টাকা দিয়ে  চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের একটি প্রতারক চক্রে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা তুলে ধরেছেন। তারা এ ব্যাপারে আইনি সহায়তা পেতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় তাদের বক্তব্য থেকে প্রবাসীদের সঙ্গে হওয়া বিভিন্ন প্রতারণা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও উপস্থিত বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা নিজের অবস্থান থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও কর্মদক্ষতা বাড়ানো এবং আইনের প্রতি অনুগত থাকার গুরুত্ব তুলে ধরেন। এজেন্ট ও সাব এজেন্টদের তালিকাভুক্তিসহ জবাবদিহিতার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা