× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, আসামী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৮:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে দুই মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলাম প্রতিবেশি সাত বছরের দুজন শিশুকে গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে টেলিভিশনে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে হাত ধরে তার বসত বাড়ির ঘরের ভেতর নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে মেয়ে শিশু দুজনকে বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাদের মধ্যে একজনকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশু দুজন ভয়ে চিৎকার করলে অভিযুক্ত মমিনুল ইসলাম তাদের গলা চেপে ধরে। এই বিষয়ে কাউকে কিছু বললে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও শিশুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

পরে ভুক্তভোগী শিশুরা নিজেদের বাড়িতে এসে তাদের মায়ের কাছে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং পুরো ঘটনা খুলে বলে। শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামি মমিনুল ইসলাম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বর্তমানে শিশু দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মধ্যে একজনের বাবা বেলাল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মমিনুল ইসলামকে আসামী করে থানায় মামলা করেছে এবং আসামিকে বুধবার (১২ মার্চ) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা