চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:৫৫ পিএম
গোমস্তাপুর থানা। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই ভ্যানের ৬-৭ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল লুট করেছে।
পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধী চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীরা বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নজরপুর বাজারের কাছে পৌঁছালে কিশোর অপরাধী চক্রের ৯-১০ জন সদস্য দেশিয় ধারালো অস্ত্রের মুখে ওই ভ্যানের যাত্রীদেরকে জিম্মি করে। পরে তাদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ওই যাত্রীদের ডাক-চিৎকারে ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দারা তাদের উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত।
একই তথ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কিশোর গ্যাংয়ের কিছু সদস্য এই ছিনতাই করেছে।