× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যানের যাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:৫৫ পিএম

গোমস্তাপুর থানা। ছবি : সংগৃহীত

গোমস্তাপুর থানা। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই ভ্যানের ৬-৭ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল লুট করেছে।

পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধী চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীরা বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নজরপুর বাজারের কাছে পৌঁছালে কিশোর অপরাধী চক্রের ৯-১০ জন সদস্য দেশিয় ধারালো অস্ত্রের মুখে ওই ভ্যানের যাত্রীদেরকে জিম্মি করে। পরে তাদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ওই যাত্রীদের ডাক-চিৎকারে ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দারা তাদের উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত।

একই তথ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার  রেজাউল করিম বলেন, কিশোর গ্যাংয়ের কিছু সদস্য এই ছিনতাই করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা