× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরুল হত্যাকাণ্ড

বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:১৬ পিএম

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো

পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও স্থানীয় যুবলীগ নেতা আমিরুল ইসলামকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (১২মার্চ) দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে সাদিয়া পারভীন, ফাতেমা খাতুন, উম্মে হাবিবা, মোহনা পারভীনসহ শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ের অফিস সহকারীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। বক্তব্যের সময় শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিপেন্দ্রনাথ দে বলেন, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত। তিনি বিনয়ী, কর্মদক্ষ এবং খুবই ভালো মানুষ ছিলেন। বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। আমরা মানববন্ধনের মাধ্যমে দাবি করছি- যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, আমার প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি- এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তির আওতায় আনতে হবে। সঠিক বিচার হলে আর কেউ এই ধরনের কাজ করার সাহস পাবেন।

পূর্ব বিরোধের জেরে ১০ মার্চ রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা উত্তরপাড়ায় ক্ষতুপাড়া গ্রামের বাসিন্দা মেহেদি হাসান ইমু, পাবনা মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক শিবলি সাদিক মিঠুন এবং সালেকসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমিরুল ইসলামকে হত্যা করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত  ইমু ও মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা