× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস!

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৭:০৭ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ২১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোজা না রেখে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়া কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে অপমানসহ শাস্তিস্বরূপ তাদের কান ধরিয়ে উঠবস করানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে

বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোডে এই ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ রোজা না রাখায় হিন্দু সম্প্রদায়ের দোকানে ঢুকে কয়েকজন বৃদ্ধ-যুবককে প্রকাশ্যে অপমান করেছেন। লাঠি হাতে এসে দোকানে বসে থাকা লোকদের ধরে নিয়ে রাস্তায় অপমানসহ শাস্তিস্বরূপ কান ধরিয়ে উঠবস করান তিনি।

ভিডিওতে দেখা গেছে, আব্দুল আজিজ এক বৃদ্ধকে উদ্দেশ্য করে বলছেন, “বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না।”

এছাড়া, ওই বৃদ্ধের বমি হওয়ার বিষয়েও আজিজ মন্তব্য করে বলেন, “বমি হলে রোজা ভাঙে না।” এরপর বৃদ্ধকে জোর গলায় তিনি বলেন, “কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।”

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বণিক সমিতির নেতার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং এমন আচরণকে অমানবিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন।

এদিকে, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেছেন, “রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। কিছু লোক রোজা না রেখে হিন্দু সম্প্রদায়ের দোকানে ঢুকে খাবার খাচ্ছিল। এতে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করেছি।” তিনি আরও জানান, “এটি সতর্কতামূলক অভিযান ছিল এবং কিছু লোক ভুল করেছিল বলে তাদের শাস্তিস্বরূপ কান ধরানো হয়েছে।”

তার দাবি, শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা তার ছিল না, তবে দেশের ৯০ শতাংশ মুসলমান হওয়ায় তিনি এমনটি করেছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, “ঘটনাটি আমার জানা নেই। যদি ভূক্তভোগীরা অভিযোগ করেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে এবং বিষয়টির তদন্ত দাবি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা