× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৫:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন বৃদ্ধ।

বুধবার (১২ মার্চ) সকাল ও মঙ্গলবার (১১ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী মজিরন খাতুন। নিহত অপর বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মজিরন খাতুন নিজবাড়ি থেকে পাশের চাটমোহরে বাবার বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মজিরনের মৃত্যু হয়। তিনি ট্রেন আসার শব্দ টের পাননি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাবনার চাটমোহরে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম মসজিদের পাশের এলাকায় স্থানীয়রা বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। তার নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। পরনে ছিল প্যান্ট ও জামা।

ওসি দুলাল উদ্দিন বলেন, বুধবার সকালে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত হন। রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে খবর পেয়ে সকালে চাটমোহরে পুলিশ পাঠিয়ে আরেক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা