× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর সহায়তায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

লামা (বান্দরবান) সংবাদদাতা

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৫:১৩ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৬:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভিকটিম। লামার মিরিঞ্জা এলাকায় মিরিঞ্জা ভ্যালী রিসোর্টে এই ঘটনা ঘটে। 

ভিকটিম পুলিশকে জানায়, তার স্বামীর সহায়তায় ৫ জন মিলে তাকে শ্লীলতাহানি করেছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিম বাদী হয়ে লামা থানায় মামলা করেছেন। ভিকটিমের স্বামী রুবেল লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, মিরিঞ্জা ভ্যালী রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তার স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সেই রিসোর্ট থেকে তাকে অন্য রিসোর্টে নিয়ে পালাক্রমে শ্লীলতাহানি করে ৫ ব্যক্তি। পরে গত সোমবার স্বামীসহ ফিরে যান তিনি। মঙ্গলবার লামা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন ওই নারী। 

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, শ্লীলতাহানির শিকার ওই নারী মঙ্গলবার লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি তার স্বামী রুবেলকেও অভিযুক্ত করেন। ভিকটিম পুলিশ হেফাজতে আছে। মামলা তদন্তের স্বার্থে অন্য ধর্ষকের নাম প্রকাশ করছেন না পুলিশ। 

ধর্ষিতা নারী শনিবার থেকে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলেও পুলিশের তথ্য বলছে ঘটনা রবিবার থেকে। মঙ্গলবারে মুক্ত হয়ে ধর্ষিতা নারী লামা হসপিটালে চিকিৎসা নেয়। পুলিশ ধর্ষণের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। 

এদিকে ধর্ষিতার স্বামী রুবেল হোসেন সোমবার একটি গোপন ভিডিও করে। সেখানে দিনের বেলায় একটি কটেজ থেকে স্থানীয় এক যুবক বের হয়ে আসতে দেখা যায়। তার কিছুক্ষণ পর রুবেলের স্ত্রীকে বের হতে দেখা যায় ভিডিওতে। গোপনে ভিডিওটি ধারণ করেন রুবেল নিজেই। সেখানে সে এলাকাবাসীকে উদ্দেশ্য বলতে থাকে, তার ছোট স্ত্রী অন্য লোকের সাথে অবৈধ সম্পর্ক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা