গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১২:৩৭ পিএম
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। প্রবা ফটো
গাজীপুরে শ্রমিকের মৃত্যু, বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের দাবি, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) অসুস্থ সন্তানের জন্য মঙ্গলবার রাতে ছুটি চেয়েছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তার আইডি কার্ড রেখে বাড়ি পাঠিয়ে দেয়। বুধবার ভোরে কারখানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এর প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গ্লোবাস কারখানার শ্রমিকরা টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া, ইউনিক ডিজাইন কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার গাছা রোডে বিক্ষোভ করেন এবং বারতোপা খান টেক্স ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ চালান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।