× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচামরিচের বাম্পার ফলন মিলছে না ভালো দাম

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:০৯ এএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৯:৫২ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারে প্রতিদিন জমে ওঠে কাঁচামরিচের হাট। প্রবা ফটো

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারে প্রতিদিন জমে ওঠে কাঁচামরিচের হাট। প্রবা ফটো

ময়মনসিংহের চরাঞ্চলে বিস্তৃত এলাকাজুড়ে চাষ হচ্ছে কাঁচামরিচ। এসব অঞ্চলে ১২ জাতের কাঁচামরিচ আবাদ হয়। এই এলাকার বাজারগুলোতে কাঁচামরিচ কিনতে আসেন শত শত পাইকার। গত বছর এ অঞ্চলের কাঁচামরিচ ইউরোপে রপ্তানি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে এ বছরও কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। তবে চাষিরা বলেছেন, বাম্পার ফলন হলেও, এ বছর কাঁচা মরিচের ভালো দাম পাচ্ছেন না তারা।

ময়মনসিংহ সদর উপজেলার বোরেরচর, অষ্টধর, কুষ্টিয়া ও পরানগঞ্জ এই চার ইউনিয়ন রয়েছে ব্রহ্মপুত্র নদঘেঁষে। এই চারটি ইউনিয়নের শতাধিক গ্রাম রয়েছে। এসব অঞ্চলের মানুষ কৃষির ওপর নির্ভিরশীল। কপি, টমেটো, আলুর পর এখন চলছে কাঁচামরিচের আবাদ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চরাঞ্চল কেন্দ্রীক চারটি ইউনিয়নে ১০২৫ হেক্টর এলাকাজুড়ে কাঁচা মরিচ আবাদ হয়েছে। এসব এলাকায় গ্রিন হট প্লাস, ফায়ার হট, ফায়ার ফোর্স, গ্রিন সুপার, কাজলসহ ১২ জাতের কাঁচা মরিচ আবাদ হচ্ছে। তাদের আবাদকৃত কাঁচামরিচ দেশের চাহিদা মেটানোর পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়।

চাষিরা সারাদিন ক্ষেত থেকে মরিচ তোলে বিকালে নিয়ে যান বিভিন্ন হাটে। বিদ্যাগঞ্জ বাজার, অষ্টধর বাজার, মশিউর নগর, পান্ডাপাড়াসহ বিভিন্ন হাটে কাঁচামরিচ বিক্রি করেন তারা। পাইকাররা ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে কাঁচা মরিচ নিয়ে যান এসব হাট থেকে। এ বছর কৃষকরা প্রতি মণ কাঁচামরিচ বিক্রি করছেন ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে। তবে ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ময়মনসিংহ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের ওপারে ঝাপাড়কান্দা, পহিস্তি, বোরেরচর এলাকায় সরেজমিন দেখা গেছে , শত শত ক্ষেতে মরিচ আবাদ করা হয়েছে। নারী-পুরুষ মিলে ক্ষেত থেকে কাঁচামরিচ তুলছেন। আর এ সব কাঁচা মরিচ বিকালে বিভিন্ন হাটে নিয়ে যান তারা। সেখানে কথা হয় জামাল উদ্দিন, আলমাছ আলী, লিয়াকতসহ কয়েকজন কৃষকের সঙ্গে।

তারা জানান, এ মৌসুমে তারা ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করছেন। এতে তাদের খরচ উঠছে না। অনেকটা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে। কপি আবাদ করে তাদের লোকসান গুনতে হয়েছে। কপির দাম না পাওয়ায় ক্ষেতের কপি ক্ষেতেই নষ্ট করতে হয়েছে। এর পাশাপাশি টমেটোর বাজারও খারাপ। টমেটো আবাদ করেও তাদের লোকসান গুনতে হয়েছে। সার, বিষ সব কিছুই এখন দাম বেশি। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতার আশা করেছেন তারা।

কাঁচা বাজারের জন্য সবচেয়ে বড় হাট বসে বিদ্যাগঞ্জ বাজারে। এই বাজারে কথা হয় কাঁচামরিচের পাইকার আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, তারা চাষিদের কাছ থেকে প্রতি মণ কাঁচামরিচ ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে কিনি। আর এসব কাঁচা মরিচ ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করি।

এই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ বছর কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে চাষিরাও কাঁচামরিচ আবাদ করে অনেক খুশি। 

তিনি বলেন, ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদঘেঁষা চারটি ইউনিয়ন রয়েছে। এ সব চরাঞ্চলের আবাদকৃত শীতকালীন ফসল দেশের বিভিন্ন অঞ্চলে যায়। বিশেষ করে টমেটো, আলু, কপি প্রতিদিন শত শত ট্রাক ভরে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। বিশেষ করে গত বছর এ সব অঞ্চলের কাঁচামরিচ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এ বছরও দেশের বাইরে রপ্তানির আশা করছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা